Md Enamul Hoque's Thoughts
  • প্রথম পাতা
  • রাজনৈতিক ভাবনা
  • সামাজিক ভাবনা
  • সমসাময়িক
  • অন্যান্য
  • আমার সম্পর্কে
No Result
View All Result
  • প্রথম পাতা
  • রাজনৈতিক ভাবনা
  • সামাজিক ভাবনা
  • সমসাময়িক
  • অন্যান্য
  • আমার সম্পর্কে
No Result
View All Result
Md Enamul Hoque's Thoughts
No Result
View All Result
Home অন্যান্য

নিরাপদ সড়ক আন্দোলন ২০১৮

এমডি এনামুল হক by এমডি এনামুল হক
October 24, 2018
in অন্যান্য, রাজনৈতিক ভাবনা, সমসাময়িক, সামাজিক ভাবনা
0
নিরাপদ সড়ক আন্দোলন ২০১৮
401
SHARES
2.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

ঘর থেকে বের হওয়ার পর একজন মানুষ আবার বাসায় ফিরতে পারবে কিনা এই নিয়ে আজকাল মোটামুটি কমবেশি প্রত্যেকেই আতংকিত। সড়কে নিরাপত্তা নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে। এমনকি দুর্ঘটনা নিয়ে এ পর্যন্ত অনেক গবেষণা হয়েছে এবং হচ্ছে। বুয়েটের সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট দুর্ঘটনার এই কারণগুলো চিহ্নিত করেছে। ১৯৯৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত ঘটে যাওয়া বিভিন্ন দুর্ঘটনা বিশ্লেষণ করে তারা দেখেছেন, দেশে ৫৩ শতাংশ সড়ক দুর্ঘটনা ঘটে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণে। এছাড়াও চালকদের বেপরোয়া মনোভাবের কারণ এবং ভুয়া লাইসেন্সধারী চালকের কারণে দুর্ঘটনা ঘটে ৩৭ শতাংশ। অর্থাৎ চালকদের বেপরোয়া মনোভাব ও অতিরিক্ত গতির কারণে অধিকাংশ দুর্ঘটনা ঘটছে। অথচ এসব নিয়ে কারো কোন জবাবদিহিতা নেই। এগুলো যাদের আমলে নেয়ার কথা তারা সেভাবে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিলে আমাদের জীবন প্রতি মুহূর্তে হুমকির সম্মুখীন হতো না।

বাংলাদেশে সড়ক পরিবহন ব্যবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। আমাদের সসড়কব্যবস্থা বিশৃঙ্খলতায় ভরপুর এবং দুর্ঘটনা প্রবণ। রাজধানী ঢাকার বাস সার্ভিসগুলোর দিকে তাকালেই যা প্রকটভাবে দৃশ্যমান। ২০১৫ সাল থেকে ২০১৮-র জুলাই পর্যন্ত সারাদেশে সড়ক দুর্ঘটনায অন্তত ২৫ হাজার মানুষ নিহত হয় এবং আহত হয় প্রায় ৬২ হাজার মানুষ। এই সংখ্যা নেহাৎ কম নয়।

২০১৮ সালের ২৯ জুলাই রোববার দুপুর ১২টায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সামনে জাবালে নূর পরিবহনের দু’টি বাস প্রতিযোগিতা করতে গিয়ে কলেজের শিক্ষার্থীদের চাপা দেয়। বাস চাপায় সেখানেই প্রাণ হারান কলেজের দু’শিক্ষার্থী রাজীব ও দিয়া খানম মিম। দু’জনের মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়লে সারাদেশে নিরাপদ সড়ক পরিবহন আইনের দাবিতে নজিরবিহীন আন্দোলন করে শিক্ষার্থীরা। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেই বছরের ১৯ সেপ্টেম্বর তড়িঘড়ি করে জাতীয় সংসদে পাস হয় সড়ক পরিবহন আইন ২০১৮। ওই বছরের ৮ অক্টোবর আইনটির গেজেট প্রকাশিত হয়। 

নিরাপদ সড়ক আন্দোলনের পূর্বে সড়ক দুর্ঘটনা অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছিল। গাড়িচালকদের বেপরোয়া গতি, অনভিপ্রেত আচরণ কেড়ে নিয়েছিল বেশকিছু তাজা প্রাণ। আন্দোলনের পূর্ববর্তী কয়েক মাসে দুই বাসের চাপায় হাত হারানো রাজীব, বাসের হেলপার কর্তৃক নদীতে ফেলে দেয়া পায়েল, বাসচাপায় আহত সৈয়দ মাসুদ রানা ও সর্বশেষ বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই কলেজশিক্ষার্থী প্রমুখের মৃত্যুর ঘটনায় জনমনে সমালোচনা ও বিক্ষোভের সৃষ্টি হয়। এর থেকেই আন্দোলনের দানা বিধতে শুরু করে শিক্ষার্থীদের মনেও। তারা সহপাঠীদের অকাল মৃত্যুতে রাস্তায় নেমে আন্দোলন করে, বিচার চায়।
বিভিন্ন স্থানে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। সরকার সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করলেও ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটসহ দেশের ৪২টি জেলায় শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। ‘‘উই ওয়ান্ট জাস্টিস’’, ‘‘আমার ভাই কবরে, খুনী কেন বাহিরে’’ প্রভৃতি স্লোগানে ও প্ল্যাকার্ড নিয়ে তারা সড়ক মুখরিত করে রাখে।
শুধু বিক্ষোভ নয় এর পাশাপাশি শিক্ষার্থীরা শহরের ট্রাফিকও নিয়ন্ত্রণ করতে শুরু করে। তারা শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে গাড়ি আটকে চালকদের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেস সনদ ও অন্যান্য কাগজপত্র ঠিকঠাক আছে কিনা তা পরীক্ষা করে। লাইসেন্সহীন চালক ও চলার অনুপযোগী গাড়িসমূহ ধরে ট্রাফিক পুলিশের কাছে হস্তান্তর করে ও তাদের মামলা নিতে বাধ্য করে। 

শিক্ষার্থীরা শুধু আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ থাকে নি তারা লাইসেন্স না থাকায় ও ট্রাফিক আইন ভঙ্গের কারণে বাণিজ্যমন্ত্রী, পানিসম্পদমন্ত্রী, রেলমন্ত্রী, সংসদ সদস্য, বিচারক, পুলিশের ডিআইজি প্রমুখ সরকারি কর্মকর্তাদের গাড়িও আটকে দেয়। পথচারীদের ট্রাফিক নিয়ম মানানো এবং স্থান বিশেষে রাস্তা পরিষ্কার ও সংস্কারও করতে দেখা যায় তাদের। সড়কে গাড়িগুলোকে তারা লেন অনুসারে চালনা করে এবং তৈরি করে অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপক গাড়ির জন্য ইমার্জেন্সি লেন যা ছিল বাংলাদেশে এই প্রথম। সাধারণ মানুষ তাদের কার্যক্রমের প্রশংসা করে এবং ট্রাফিক নিয়েন্ত্রণে পুলিশ তাদের সহায়তা করে; অনেকস্থানে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ফুল ও চকলেট বিনিময় করতেও দেখা যায়। আসলে শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে কিভাবে সড়ক নিয়ন্ত্রণে রাখা যায়। 

Previous Post

কোটা পদ্ধতি সংস্কার আন্দোলন ২০১৮

Next Post

সড়কের নিরাপত্তা ও আইন ২০১৮

Next Post
সড়কের নিরাপত্তা ও আইন ২০১৮

সড়কের নিরাপত্তা ও আইন ২০১৮

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ পোস্টসমূহ

হিরো আলমের বিরুদ্ধে ষড়যন্ত্র কার জন্যে লজ্জাকর?

হিরো আলমের বিরুদ্ধে ষড়যন্ত্র কার জন্যে লজ্জাকর?

February 20, 2023
বিএনপি-র আন্দোলন আওয়ামীলীগের জন্য অন্যতম বৃহত্তম চাপ

বিএনপি-র আন্দোলন আওয়ামীলীগের জন্য অন্যতম বৃহত্তম চাপ

February 12, 2023
ভোট দেওয়ার আগে বিবেচনা করুন গত দশ বছরের ইতিহাস

ভোট দেওয়ার আগে বিবেচনা করুন গত দশ বছরের ইতিহাস

February 1, 2023
দেশে পণ্যের দাম প্রতিনিয়ত বাড়ছে

দেশে পণ্যের দাম প্রতিনিয়ত বাড়ছে

January 15, 2023
আওয়ামী লীগ কি কার্যকরভাবে দেশ পরিচালনা ও নিরাপদ রাখতে সক্ষম?

আওয়ামী লীগ কি কার্যকরভাবে দেশ পরিচালনা ও নিরাপদ রাখতে সক্ষম?

January 7, 2023

আমার সম্পর্কে

Md Enamul Hoque's Thoughts

এমডি এনামুল হক

লেখক, সাধারণ যুগ্ম সম্পাদক, ম্যানচেস্টার বিএনপি

আমি এমডি এনামুল হক। বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশের একমাত্র সৎ প্রেসিডেন্ট শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত একজন। স্বপন দেখি দেশ নায়েক তারেক রহমানের হাত ধরে নতুন বাংলাদেশ গড়তে।

বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানচেস্টার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। বাংলাদেশে অবস্থানরত অবস্থায় চট্টগ্রামের শিকলবাহাতে জাতীয়বাদী রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিলাম ওয়ার্ড প্রেসিডেন্ট হিসেবে। ছাত্র রাজনীতি করি সেই দীর্ঘ সময় থেকেই।

রাজনীতির পাশাপাশি বেশ দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনীতি নিয়ে লেখালেখি করছি। বাংলাদেশ ও বাংলাদেশের রাজনীতি ও রাজনৈতিক বিষয়াদি নিয়ে আমার চিন্তা-চেতনা ও আদর্শের প্রতিফলন এই ব্লগ। আমরা বর্তমানে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অন্যতম শংকাময় একটি সময় পার করছি। প্রতিদিন নানান ধরনের ঘাতপ্রতিঘাত, বাঁধা বিপত্তি কাটিয়ে লেখালেখি চালিয়ে যাই প্রাণের তাগিদে, আমার দেশের তাগিদে, আমার দেশের সাধারণ খেটে খাওয়া মানুষগুলোর প্রতি দায়িত্ববোধ থেকে।

আমার খুব সামান্য চাওয়াঃ আওয়ামী দুঃশাষন, অপঃ রাজনীতি আর শেখ হাসিনার একনায়কোচিত শাষন থেকে মুক্তি মিলবে খুব শীঘ্রই। বাংলাদেশ নামক এই রাষ্ট্র থেকে সকল প্রকার দুর্নীতি উঠে গিয়ে একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হোক এই দেশ। গণতন্ত্র রক্ষায় আমার এই পথচলায় আপনাকে জানাই স্বাগতম। ইনশাল্লাহ, জয় আমাদের হবেই।

আমার লেখা পড়ে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং মন্তব্যের মাধ্যমে আপনার মতামতও জানাতে ভুলবেন না।

ধন্যবাদান্তে -
এমডি এনামুল হক
লেখক, যুগ্ম সাধারণ সম্পাদক, ম্যানচেস্টার বিএনপি

আমার খুব সামান্য চাওয়াঃ আওয়ামী দুঃশাষন, অপঃ রাজনীতি আর শেখ হাসিনার একনায়কোচিত শাষন থেকে মুক্তি পাক বাংলাদেশ। এই রাষ্ট্র থেকে সকল প্রকার দুর্নীতি উঠে গিয়ে একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হোক। গণতন্ত্র রক্ষায় আমার এই পথচলায় আপনাকে জানাই স্বাগতম। ইনশাল্লাহ, জয় আমাদের হবেই।

এই ব্লগে প্রকাশিত সকল লেখা লেখকের একান্ত ব্যক্তিগত মতামত। পূর্ব অনুমতি ব্যতিরেকে এই ব্লগে প্রকাশিত কোন লেখার আংশিক কিংবা পূর্নাঙ্গ অংশ প্রকাশ/মুদ্রণ প্রচলিত কপিরাইট আইন অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ।

কপিরাইট © ২০২০ - এমডি এনামুল হক কর্তৃক সর্ব স্বত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রথম পাতা
  • রাজনৈতিক ভাবনা
  • সামাজিক ভাবনা
  • সমসাময়িক
  • অন্যান্য
  • আমার সম্পর্কে

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.