Md Enamul Hoque's Thoughts
  • প্রথম পাতা
  • রাজনৈতিক ভাবনা
  • সামাজিক ভাবনা
  • সমসাময়িক
  • অন্যান্য
  • আমার সম্পর্কে
No Result
View All Result
  • প্রথম পাতা
  • রাজনৈতিক ভাবনা
  • সামাজিক ভাবনা
  • সমসাময়িক
  • অন্যান্য
  • আমার সম্পর্কে
No Result
View All Result
Md Enamul Hoque's Thoughts
No Result
View All Result
Home রাজনৈতিক ভাবনা

এই বাংলাদেশটাকেই কি আমরা চেয়েছিলাম?

এমডি এনামুল হক by এমডি এনামুল হক
June 12, 2020
in রাজনৈতিক ভাবনা, সামাজিক ভাবনা
12
এই বাংলাদেশটাকেই কি আমরা চেয়েছিলাম?
367
SHARES
126.6k
VIEWS
Share on FacebookShare on Twitter

নুসরাতের মৃত্যুর ঘটনায় অবৈধ প্রধানমন্ত্রী হাসিনা শোক প্রকাশ করেছেন। সংবাদটা শুনেই হাসি চলে এলো। অথচ সকালেই আমরা জানতে ও দেখতে পেলাম একদল লোক ধর্ষক সিরাজুদ্দৌলার মুক্তির জন্য মিছিল করছে। পুরো ব্যাপারটা হয়েছে প্রশাসনের নাকের ডগা দিয়ে। সুনির্দিষ্ট করে বলতে গেলে বলতে হয় “এই সরকারের” প্রশাসনের সামনে দিয়েই এই কাজগুলো হয়েছে।

ঐ অঞ্চলের পুলিশ, র‍্যাব, চেয়ারম্যান, মেম্বার, সরকারী কর্মকর্তা, আওয়ামীলীগের নেতা কর্মীরা তখন ছিলো গভীর ঘুমে আচ্ছন্ন। আর বিকেলে শুনি প্রধানমন্ত্রীর শোক। রাস্তার মধ্যে বি এন পি’র দুই একজন নিরীহ কর্মী প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়ালেই পুলিশের আর ছাত্রলীগের ভয়াবহ আক্রমণের মুখে পড়তে হয়। কোটা সংষ্কার চাইলেই আক্রমণের মুখে পড়তে হয় উপরের ঐ দুই গ্রুপের হাতে কিংবা নিরাপদ সড়ক চাইলেই।

কিন্তু খুনীর পক্ষে রাস্তায় নামলে অল কোয়ায়েট অন দা ওয়েস্টার্ণ ফ্রন্ট…নেই কোনো হাতুড়ী বাহিনী…নেই কোনো হেলমেট বাহিনী… আর বিকেল বেলা প্রধানমন্ত্রীর শোক। এগুলো দেখে শুধু একটা কথাই মনে হয় যেন এক হীরক রাজার দেশে বসবাস করছি। মনে হয় এই হাসিনা সরকার বুকের উপর চেপে বসে গলাটা ঠেসে ধরেছে। শ্বাস নেয়া যায়না, একটু নিরাপদে যে ঘরে বসে থাকব সেটিরও নিশ্চয়তা নেই। এই যেন এক দেশ নয়, এটি আস্ত এক নরক।

আওয়ামীলীগ আমলে মানুষের নেই সামান্য নিরাপত্তা। মানুষ এখানে কথাই বলতে পারেনা, নেই কোনো বাক স্বাধীনতা। এইতো সেদিন বন্ধু-বান্ধবের সূত্রে জানা গেলো আমাদের বন্ধু জান্নাতুন নাঈম প্রীতির বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলার জন্য অনেকেই থানাতে গেছেন কিংবা যাবেন কিংবা আগামী কয়েকদিনের ভেতর তাঁর নামে মামলা হবে। কেন তাঁর নামে মামলা হবে? কি তাঁর অপরাধ?

আমরা জানতে পারলাম ফেসবুকে সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম সাহেবের দূর্নীতি নিয়ে তিনি একটা লেখা লিখেন। সে লেখাকে উপজীব্য করে তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হবে। কেননা যারা তাঁর বিরুদ্ধে মামলা করবেন, সেই মানুষগুলো মনে করেন প্রীতি আপা যা লিখেছেন, তা শাস্তিযোগ্য অপরাধ। একটি মানুষ তাঁর মনের ভাব প্রকাশ করবেন, তাঁর চিন্তাপ্রসূত যুক্তি দেবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এই ডিজিটাল নিরাপত্তা আইনটকে এক ধরনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে ক্রমাগতভাবে ব্লগার, লেখক, সাংবাদিক, অনলাইন একটিভিস্টদের বিরুদ্ধে এই যে মামলা দায়ের করা হচ্ছে একের পর এক এটির সারমর্ম একটাই। সেটা হচ্ছে-

“আমাদের দল, আমাদের নেতা, আমাদের দূর্নীতি, আমাদের লুটপাট, আমাদের অব্যবস্থাপনা, আমাদের অযোগ্যতা, আমাদের অসভ্যতা, আমাদের ব্যর্থতা, আমাদের সমস্ত কিছুর বিরুদ্ধে শুধু হ্যাঁ বলে যাও”

জয় গোস্বামীর ঐ কবিতাটির মত-

“যে আপত্তি করছে, তাকে ডাকো
যে সম্মতি দেয়নি, তাকে ডাকো
ডাকো তাকে, যে এখনো চুপ করে আছে।

আসুক এখানে, এসে সবার সমক্ষে ‘হ্যাঁ’ বলুক,

হ্যাঁ বলুক, হ্যাঁ বলুক, হ্যাঁ বলুক,

আমাদের সমস্ত কথায়
আমাদের সমস্ত কথায়
আমাদের সমস্ত কথায়

হে সুভদ্র নাগরিকগণ, জেনে নিন
এ গণতান্ত্রিক দেশে আজ
আমাদের সমস্ত কথায়
হ্যাঁ বলাই আপনাদের একমাত্র কাজ”

আমরা যারা লিখি, আমরা যারা বলি, আমরা যারা চুপ করে থাকিনা, আমরা যারা নেতাদের অযোগ্যতা, ব্যর্থতা কিংবা মিথ্যাচার নিয়ে প্রশ্ন তুলি সমস্ত দায় মূলত আমাদের।

আমরা তো পারতাম চুপ করে থাকতে। আমরা তো পারতাম নেতাদের নগ্ন পায়ে আছড়ে পড়তে। তাদের সমস্ত অপরাধকে অলংকার মনে করে গায়ে জড়িয়ে ধরতে। কিন্তু দূর্ভাগ্যজনকভাবে আমরা সেটা পারিনি ফলে সমস্ত দায়, যন্ত্রণা আর কষ্ট আমাদের।

একজন লেখিকার বক্তব্যের প্রেক্ষিতে পাল্টা বক্তব্য লিখতে দেখিনা কোনো ছাত্রলীগের নেতাকে বা যুবলীগের নেতাকে। একটি দলীয় মুরিদকে কখনো দেখিনি প্রীতি কেন ভুল লিখেছে বা সত্য লেখেনি সেটির কোনো শক্তিশালী জবাব দিতে। শুধু তাদের ফেসবুক পোস্ট, তাদের ভাষন সবখানে দেখেছি প্রীতিকে তারা কিভাবে ধর্ষন করবে, কি করে তাকে একজন পতিতা বানিয়ে দেবে সেগুলো বলবার কুৎসিত প্রতিযোগিতা। তাহলে কি আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ এতই অন্তঃসারশূন্য হয়ে পড়লো যে কিনা একজন লেখিকার বক্তব্যের পালটা উত্তর দিতে অক্ষম? আওয়ামীলীগ কি এতই দূর্বল হয়ে গেলো যেখানে মানুষের ভাবপ্রকাশের প্রেক্ষিতে আস্ত আদালতকে কথায় কথায় ডেকে আনতে হয়?

এই যে এত আওয়ামীলীগীয় দেশপ্রেমিক, এই যে চারিদিকে মুড়ি আর মুড়কির মত বঙ্গবন্ধু সেনা, এই যে আমাদের চারপাশে শুধু নৌকা নৌকা নৌকা…এই যে আমাদের চারপাশে শুধু হাসিনা হাসিনা হাসিনা। এই যে আমাদের চারপাশে এত জয়বাংলা জয়বাংলা জয়বাংলা, এই দেখে লেখক প্রশ্ন করেছিলেন- “এত জয় বাংলা লইয়া আমি কি করিব?”

এই জয় বাংলা এখন মানুষের রক্ত খায়। এই জয়বাংলা এখন মানুষের মাংশ খায়। এই জয় বাংলা এখন চাবিয়ে চাবিয়ে খায় মানুষের বাক স্বাধীনতা, মানুষের বলবার সমস্ত অধিকার।

লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে ফেলেছে, ব্যাংক গুলোকে নিঃশেষ করে ফেলেছে, বিশ্ববিদ্যালয়গুলোকে বানিয়েছে টর্চার সেল, বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান হিসেবে দাঁড় করিয়েছে অযোগ্য, ব্যার্থ দলীয় বস্তুকে। স্বাস্থ্য খাতটিকে নিঃশেষ করে শেষ করে দিয়েছে সমস্ত ক্ষমতাবানেরা। এখানে টাকা ওয়ালাদের রাতের আঁধারে পার করে দেয় হয় এয়ার এম্বুলেন্সে। ব্যাংকের ব্যবস্থাপকদের ডেকে গুলি করবার পর তাদের পাঠিয়ে দেয় বিদেশে, যাবতীয় লুটেরা, যাবতীয় খুনীরা, যাবতীয় দূর্বৃত্তদের ভাড়া করা উড়োজাহাযে করে পাঠিয়ে দেয় বিলেতে।

এই সমস্ত ক্ষমাহীন অপরাধ, এই সমস্ত কালিমা, এই সমস্ত অভব্যতা নিয়ে কথা বললেই ডিজিটাল নিরাপত্তা আইনের মত ড্রাকোনিয়ান আইন দিয়ে আগুনের উত্তাপ দেখিয়ে দেয় ক্ষমতাসীনেরা। বলা যাবে না, ধরা যাবেনা, ছোঁয়া যাবেনা। কিচ্ছু করা যাবেনা। বেঁচে থাকতে হলে শুধু বলে যেতে হবে “হ্যাঁ” আর বেচে না থাকতে হলে রাতের আঁধারে পালিয়ে যেতে হবে এই দেশ ছেড়ে কিংবা হতে হবে মূক, অন্ধ ও বধির…

এমনই কি হবার কথা ছিলো এই বাংলাদেশে? এই বাংলাদেশটাকেই কি আমরা চেয়েছিলাম? খুন করে চলে যাচ্ছে, সাথে মশকারিও করছে। কোন অবদানকে অস্বীকার করা যায় বলুন?

Previous Post

প্রশ্ন ফাস কেলেংকারী

Next Post

ক্রিকেটে বাংলাদেশ ২০১৯: ক্রিকেটারদের ধর্মঘট এবং সাকিব আল হাসানের উপর নিষেধাজ্ঞা।

Next Post
ক্রিকেটে বাংলাদেশ ২০১৯:  ক্রিকেটারদের ধর্মঘট এবং সাকিব আল হাসানের উপর নিষেধাজ্ঞা।

ক্রিকেটে বাংলাদেশ ২০১৯: ক্রিকেটারদের ধর্মঘট এবং সাকিব আল হাসানের উপর নিষেধাজ্ঞা।

Comments 12

  1. খালেক উজ্জামান says:
    5 years ago

     তোর সাউয়া দিয়া রড দিমু বান্দির বাচ্চা তুই দেশে আয়।

    Reply
  2. মিথুন আহমেদ says:
    5 years ago

     আওয়ামীলীগ তোর বাড়িতে আগু দিবো শুয়োরের বাচ্চা।

    Reply
  3. ইমরুল কায়েস says:
    5 years ago

     খানকির পোলা উলটা পাল্টা কথা কইলে মাইরালামু।

    Reply
  4. তানভীর আহমেদ says:
    5 years ago

     এই রকম বানোয়াট কথা বার্তার জন্য জীবন দিতে হবে তোকে। মিথ্যা অপবাদ।

    Reply
  5. এস এম জামাল says:
    5 years ago

     যুক্তি তোঁর গোয়া দিয়া ভরুম,মাদারছদ দেশদ্রহি,দেশে আয়, তরে কাইটটা বেইচ্চা দিমু।

    Reply
  6. নুরুন্নবি মিলন says:
    5 years ago

     চুপ শালা রাজাকার । সাহস থাকলে দেশে আয় এর পর দেখমু কি বলতে পারস না পারস।

    Reply
  7. রাজ্জাক আহমেদ says:
    5 years ago

     আন্দাজে ভিত্তি হিন কথা না বলা তোঁর জন্য ভাল হবে।জদি জিবনের মায়া থাকে তোঁর।

    Reply
  8. শরিফ উদ্দিন says:
    5 years ago

     মাদারচদ বিএনপি এর দালালি করস?দেশে আয় দেখতাসি তরে,তর বংশ শুদ্ধা গায়েব কইরা দিমু,তর সব ঠিকানা জানি আমি

    Reply
  9. নাজমুল হাসান says:
    5 years ago

     শালা রাজাকারের বাচ্চা তোরে আগুন দিয়া জালামু শুয়োরের বাচ্চা।

    Reply
  10. বসির আহমেদ says:
    5 years ago

     শালা রাজাকারের বাচ্চা রাজাকার । তোর হাউয়া দিয়া বাঁশ দিমু । তুই দেশে আয় আগে।

    Reply
  11. রফিকুজ্জামান says:
    5 years ago

     খানকি মাগির পোলা তরে আগে কপামু এর পরে আগুন দিয়া জালামু,শুয়ারের বাচ্চা পাইয়া লই তরে

    Reply
  12. রাকিব আলি says:
    5 years ago

     তোর বাপ মা চৌদ্দ গোষ্ঠী জালাইয়া দিমু খাকির পোলা । তোরে খালি দেশে পাইয়া নেই তার পর।

    Reply

Leave a Reply to রাকিব আলি Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ পোস্টসমূহ

হিরো আলমের বিরুদ্ধে ষড়যন্ত্র কার জন্যে লজ্জাকর?

হিরো আলমের বিরুদ্ধে ষড়যন্ত্র কার জন্যে লজ্জাকর?

February 20, 2023
বিএনপি-র আন্দোলন আওয়ামীলীগের জন্য অন্যতম বৃহত্তম চাপ

বিএনপি-র আন্দোলন আওয়ামীলীগের জন্য অন্যতম বৃহত্তম চাপ

February 12, 2023
ভোট দেওয়ার আগে বিবেচনা করুন গত দশ বছরের ইতিহাস

ভোট দেওয়ার আগে বিবেচনা করুন গত দশ বছরের ইতিহাস

February 1, 2023
দেশে পণ্যের দাম প্রতিনিয়ত বাড়ছে

দেশে পণ্যের দাম প্রতিনিয়ত বাড়ছে

January 15, 2023
আওয়ামী লীগ কি কার্যকরভাবে দেশ পরিচালনা ও নিরাপদ রাখতে সক্ষম?

আওয়ামী লীগ কি কার্যকরভাবে দেশ পরিচালনা ও নিরাপদ রাখতে সক্ষম?

January 7, 2023

আমার সম্পর্কে

Md Enamul Hoque's Thoughts

এমডি এনামুল হক

লেখক, সাধারণ যুগ্ম সম্পাদক, ম্যানচেস্টার বিএনপি

আমি এমডি এনামুল হক। বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশের একমাত্র সৎ প্রেসিডেন্ট শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত একজন। স্বপন দেখি দেশ নায়েক তারেক রহমানের হাত ধরে নতুন বাংলাদেশ গড়তে।

বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানচেস্টার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। বাংলাদেশে অবস্থানরত অবস্থায় চট্টগ্রামের শিকলবাহাতে জাতীয়বাদী রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিলাম ওয়ার্ড প্রেসিডেন্ট হিসেবে। ছাত্র রাজনীতি করি সেই দীর্ঘ সময় থেকেই।

রাজনীতির পাশাপাশি বেশ দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনীতি নিয়ে লেখালেখি করছি। বাংলাদেশ ও বাংলাদেশের রাজনীতি ও রাজনৈতিক বিষয়াদি নিয়ে আমার চিন্তা-চেতনা ও আদর্শের প্রতিফলন এই ব্লগ। আমরা বর্তমানে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অন্যতম শংকাময় একটি সময় পার করছি। প্রতিদিন নানান ধরনের ঘাতপ্রতিঘাত, বাঁধা বিপত্তি কাটিয়ে লেখালেখি চালিয়ে যাই প্রাণের তাগিদে, আমার দেশের তাগিদে, আমার দেশের সাধারণ খেটে খাওয়া মানুষগুলোর প্রতি দায়িত্ববোধ থেকে।

আমার খুব সামান্য চাওয়াঃ আওয়ামী দুঃশাষন, অপঃ রাজনীতি আর শেখ হাসিনার একনায়কোচিত শাষন থেকে মুক্তি মিলবে খুব শীঘ্রই। বাংলাদেশ নামক এই রাষ্ট্র থেকে সকল প্রকার দুর্নীতি উঠে গিয়ে একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হোক এই দেশ। গণতন্ত্র রক্ষায় আমার এই পথচলায় আপনাকে জানাই স্বাগতম। ইনশাল্লাহ, জয় আমাদের হবেই।

আমার লেখা পড়ে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং মন্তব্যের মাধ্যমে আপনার মতামতও জানাতে ভুলবেন না।

ধন্যবাদান্তে -
এমডি এনামুল হক
লেখক, যুগ্ম সাধারণ সম্পাদক, ম্যানচেস্টার বিএনপি

আমার খুব সামান্য চাওয়াঃ আওয়ামী দুঃশাষন, অপঃ রাজনীতি আর শেখ হাসিনার একনায়কোচিত শাষন থেকে মুক্তি পাক বাংলাদেশ। এই রাষ্ট্র থেকে সকল প্রকার দুর্নীতি উঠে গিয়ে একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হোক। গণতন্ত্র রক্ষায় আমার এই পথচলায় আপনাকে জানাই স্বাগতম। ইনশাল্লাহ, জয় আমাদের হবেই।

এই ব্লগে প্রকাশিত সকল লেখা লেখকের একান্ত ব্যক্তিগত মতামত। পূর্ব অনুমতি ব্যতিরেকে এই ব্লগে প্রকাশিত কোন লেখার আংশিক কিংবা পূর্নাঙ্গ অংশ প্রকাশ/মুদ্রণ প্রচলিত কপিরাইট আইন অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ।

কপিরাইট © ২০২০ - এমডি এনামুল হক কর্তৃক সর্ব স্বত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রথম পাতা
  • রাজনৈতিক ভাবনা
  • সামাজিক ভাবনা
  • সমসাময়িক
  • অন্যান্য
  • আমার সম্পর্কে

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.